এক চীনা জ্যোতির্ময়ীর উপাখ্যান
ওয়্যাং ঝেনিই – চীনদেশীয় জ্যোতির্বিদ, প্রাচ্যদেশীয় নারীদের ক্ষেত্রে ব্যবহারিক বিজ্ঞানচর্চার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু এই প্রাচ্য-পাশ্চাত্যের বাইনারি হোক অথবা নারী-পুরুষের, আমরা সমস্তরকমের বাইনারির বিরোধিতা করবো। মানুষের পরিচয় হবে একমাত্র তার উৎকর্ষে, তার যোগ্য অবদানে। তবেই আমরা ক্ষুদ্রকে ছাপিয়ে বিশালকে অনুভব করতে পারবো। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ১৪)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 19 April, 2021 | 586 | Tags : Wang Zhenyi William Jones Asia Mathematics Astronomy Quing Dynasty Series on Female Scientists